চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, যারা জেহাদের নামে নিরিহ মানুষকে হত্যা করছে সেই জঙ্গিদের মরদেহ মর্গে পড়ে আছে। তাদের পরিবার লাশ নেয়না। জঙ্গিদের জানাজাও পড়েনা মানুষ। এমনকি তাদের মরদেহ কুকুরও খাবে না। কুকুর খেতে গিয়ে বলবে, জঙ্গি গন্ধ আছে
শনিবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির বলেন, অ্মাদের ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মহান নায়ক সম্পর্কে জানতে হবে। এসব জানলেই আমাদের কেউ বিভ্রান্ত করতে পারবে না। কোনো বিভ্রন্তি আমাদের গ্রাস করতে পারবে না।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নুর তুষার ও শহীদ জায়া বেগম মুশতারি শফি।
বক্তব্য দেন জঙ্গিবাদ রুখবই তারুণ্যে’র সদস্য সচিব ও সাবেক জেলা পিপি অ্যাডভোকেট আবুল হাশেম, জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।
অনুষ্ঠান শেষের দিকে জঙ্গিবাদ দমন করতে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।