
যাত্রীবাহী বাসের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পু্লিশ। এসময় বাসের চালক মো. আবদুর রশিদ জিলাদার (৪০) কে গ্রেফতার করা হয়।
আজ রোববার (৯ জুন) ভোররাতে কক্সবাজার থেকে বগুড়া পাচারের সময় চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোমিনুল হাসান বলেন, আলিফ পরিবহনের একটি বাসে কক্সবাজার থেকে বগুড়ায় ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে বাসের ড্রাইভিং সিটের নিচে কৌশলে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসচালক আবদুর রশিদ জিলাদারকে গ্রেফতার করা হয়েছে।