চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
আটক যুবকের নাম মোঃ সোহেল (১৯)। সোহেল কক্সবাজার জেলার টেকনাফের পুরাতন বাজার রোড শিকদারপাড়া গ্রামের মোঃ অলি উল্লাহ’র ছেলে।
পুলিশ জানায়. সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার আহমদুল্লাহ ভান্ডারী হোটেল এন্ড বিরানী হাউজ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, সোহেল টেকনাফ থেকে বিভিন্ন গাড়ি বদল করে ঢাকায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে এক কিলোমিটার এলাকায় নামে। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তার দেহ তল্লাশি করে প্যান্টের নীচে আন্ডার ওয়ারের ভিতর থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবং তাকে আটক করে।
জিজ্ঞাসাবোদে দীর্ঘদিন যাবৎ টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে কিনে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে স্বীকার করে সোহেল।
ওসি জানান, তিন হাজার পিস ইয়াবার বর্তমান মূল্য ৯ লাখ টাকা। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।