বরিশালের বানাড়িপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই মধ্যে ট্রলারটির তিনজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিখোঁজের তথ্য পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সৈয়দকাঠি মসজিদ বাড়ি ঘাটে ভেড়ার সময় ডুবে যায় ছোট আকারের ট্রলারটি। ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ৩০ জনের মতো যাত্রী ছিল।
ট্রলারটি উজিরপুরের হারতা থেকে বানাড়িপাড়ায় যাচ্ছিল। নদী তীর থেকে সামান্য দূরে ডুবে যাওয়ায় বেশিরভাগ যাত্রী নিরাপদে তীরে উঠতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এখন পর্যন্ত স্থানীয়রাই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।