খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে বাঙালি সংগঠনগুলোর ডাকা রবিবারের হরতাল পরিবর্তন করে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূইঁয়া জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারনা পূর্ণিমার প্রতি সম্মার্ণ দেখিয়ে হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিল ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ,পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় আগামী রবিবার সকাল ৬টা থেকে সোমবার ২৪ ঘন্টার এ হরতালের ডাক দেয়। পরিবর্তি ঘোষনায় আগামী বুধবার রাঙামাটি ও বান্দরবান ও বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের কথা জানানো হয়েছে।