ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএসআরএম কারখানায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত: ৫ জন আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে বিএসআরএম কারখানায় কাজ করার সময় গরম তরল পদার্থে দগ্ধ হয়ে ৬ শ্রমিক আহত হয়। এদের মধ্য চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ৬ জুন বিকাল সাড়ে ৩টার সময় কারখানার ভেতরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, শ্রমিকরা কারখানায় কাজ করার সময় উপর থেকে তাদের শরীরে কারখানার গরম তরল পদার্থ পড়ে। এতে কর্মরত ৬জন শ্রমিক দগ্ধ হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যায় আবুল কাশেম (৩৫) নামে এক শ্রমিক মারা যায়।

নিহত আবুল কাশেম মিরসরাই থানাধীন ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

দ্বগ্ধ হয়ে আহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন পদুয়া গ্রামের মৃত মীর হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩২), জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার মৃত বজলুর রহমানের ছেলে সেকান্দার (৫৭), ফেনী জেলার ছনুয়া বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে মহি উদ্দিন (৩৫), ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার সেকান্দরপাড় গ্রামের নুর নবীর ছেলে নজরুল ইসলাম (৩৪) এবং জনৈক নুর হোসেন। এদের মধ্য, গিয়াস উদ্দিন ও নজরুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা যায়।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল ছুটে যাই। তখন জানতে পারি কারখানার গরম তরল পদার্থে শ্রমিকরা দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। পরে জানতে পারি আবুল কাশেম নামে এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এবিষয়ে জানতে বিএসআরএম সোনাপাহাড় কারখানার প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট