গত ২৯ আগষ্ঠ ২০২৫ ইং শুক্রবার নগরীর নন্দন হাউজিং সোসাইটি, আকবরশাহ্ থানা, জাসাস আয়োজিত ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জাসাস কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আকবরশাহ্ থানা জাসাস সভাপতি আবদুল হান্নান শিবলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রিপন ভান্ডারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস চট্টগ্রাম মাহানগরের যুগ্ম-আহবায়ক সাবেক ব্যান্ড শিল্পী নাট্যশিল্পী জনাব মোঃ নজরুল ইসলাম তুহিন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচন ও গনতন্ত্র নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, নবীন নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রাহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেশীয় সংষ্কৃতিকে লালন করতে হবে এবং সাংষ্কুতিক আগ্রাসন রুখে দিতে হবে। আরো উপস্থিত ছিলেন থানা জাসাসের যুগ্ম সম্পাদক মোঃ রুবেল সহ প্রমূখ।
অনুমোদিত কমিটিতে যারা যারা আছেন-
১. সভাপতিঃ- মোঃ বাহার
২. সিনিয়র সহ-সভাপতিঃ- আবদুর রহমান
৩. সহ-সভাপতিঃ- মোঃ মান্নান হোসেন মুন্না
৪. সাধারণ সম্পাদকঃ- মোঃ রেহান উদ্দিন তালুকদার
৫. সিঃযুগ্ম সাধারণ সম্পাদকঃ- মোঃ শাহেদ
৬. যুগ্ম সাধারণ সম্পাদকঃ- মোঃ আরিফ শোভন
৭. সাংগঠনিক সম্পাদকঃ- মোঃ রিয়াজ উদ্দীন রিমন
৮. দপ্তর সম্পাদকঃ- আবু সালেহ মোঃ মোহাইমেনুল পরাগ
৯. প্রচার সম্পাদকঃ- পিপুন বড়ুয়া
১০. ধর্ম বিষয়ক সম্পাদকঃ- ইব্রাহীম ভান্ডারী
১১. মহিলা বিষয়ক সম্পাদিকাঃ- কোহিনুর বেগম
১২. সমাজ কল্যাণ সম্পাদকঃ- মোঃ টিপু
১৩. ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ- মোঃ ইমরান
১৪. সদস্যঃ- মোঃ- গোলাম কিবরিয়া
১৫. সদস্যঃ- শহিদুল ইসলাম রাজু
১৬. সদস্যঃ- রোমান
১৭. সদস্যঃ- মোঃ ওমর ফারুক