
বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন ২৫৯ জনসহ চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩১ জন।। নতুন ৬ জনসহ চট্টগ্রামে মৃতের সংখ্যা ২১০ জন। একদিনে চট্টগ্রামে সুস্থ হয়েছে ১৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৭৬ ও বিভিন্ন উপজেলার ৮৩ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭০টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০৬টি নমুনা পরীক্ষা করে ২৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪৪টি নমুনা পরীক্ষা ৭৪ জনের শরীরের করোনা ভাইরাস পাওয়া যায়।