ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনামুক্ত হওয়ার চার দিন পর ইউপি চেয়ারম্যানের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার প্রতিবেদন পাওয়ার চার দিন পর চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান মিয়ার (৬৮) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দেওয়ায় শাহজাহান মিয়া গত ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১৪ জুন প্রতিবেদনে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত সোমবার তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস নেগেটিভ আসে। ওই দিন তাঁকে করোনামুক্ত ঘোষণা করা হলেও তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হননি। আজ শুক্রবার তিনি মারা যান।

শাহজাহানের পরিবার সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বুধবার দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয়। শাহজাহানের মৃত্যুর পর আজ বেলা ১১টার দিকে ফলাফল পান পরিবারের সদস্যরা। এটিতেও নেগেটিভ এসেছে। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ১৯৯৬ সালে প্রথম চুন্টা ইউপির চেয়ারম্যান ও ২০০৯ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০১২ সালে নভেম্বর মাস থেকে আট মাস উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সর্বশেষে তিনি ২০১৬ সালে চুন্টা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ, নমুনা পাঠানো ও নমুনার ফল সংরক্ষণের দায়িত্বে থাকা আনাস ইবনে মালেক বলেন, ‘সরাইল উপজেলায় গত ৮ এপ্রিল থেকে গত মঙ্গলবার পর্যন্ত ৬৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬৪০ জনের ফলাফল আমরা পেয়েছি। সরাইল উপজেলায় এখন পর্যন্ত দুজন স্টাফ নার্স, দুজন স্বাস্থ্যকর্মীসহ ৯৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ জন।’

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print