
চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার ভেতর তিন নম্বর শেডে বড় ধরনের আগুন লেগেছে। বন্দরের এই শেডে পুরনো পণ্য বা নিলামের পণ্য থাকে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৪ টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি। কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এই শেড সংস্কার ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ঠিকাদারের অসাবধানতায় নিচে থাকা রাসায়নিক পণ্যে ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয় বলে জাানা গেছে। তিন নম্বর শেড থেকে আগুনের ধোঁয়া অনেকদুর পর্যন্ত ছড়িয়ে গেছে।

চট্টগ্রাম বন্দরের উপ পরিচালক (নিরাপত্তা) মেজর রেজাউল হক গণমাধ্যমকে বলেন, বন্দরের তিন নাম্বার শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বন্দরের ফায়ার সার্ভিস, নিমতলা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। আগুনের লেলিহান শিখা ও প্রচণ্ড কালো ধোঁয়া অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেডের কাছে জেটিতে থাকা দুইটি জাহাজ নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ৩ নম্বর শেডে আকস্মিকভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ছাড়াও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড স্টেশন থেকে ১২টি গাড়ি পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরের দুই নম্বর গেটের ৩ নম্বর শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।