
জেলার হাটহাজারী এক্সপ্রেসঃ হাটহাজারীতে অগ্নিদুর্গত ৩১ পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন দূর্গত পরিবারের সদস্যদের মধ্যে ঢেউটিন ও চেক তুলে দেন।
এর আগে অগ্নিকান্ডে উপজেলার আওতাধীন মির্জাপুর ,ফতেপুর, গুমানমর্দ্দন ও মেখল ইউনিয়নে সম্প্রতি ৩১ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রসস্ত পরিবারের মধ্যে সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের মাধ্যমে ঢেউটিন ও চেক বিতরণের আয়োজন করা হয়।

এতে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের মধ্যে প্রতিপরিবারে এক বান্ডেল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউএনও ছাড়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।