
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় (রিফুয়েলিং) তিনজনকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও পটিয়া সহকারী কমিশনার (ভুমি) মো. ইনামুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স মোহছেন আউলিয়া এন্টারপ্রাইজকে অবৈধ রিফুলিং করার অভিযোগে ৩ জনকে আটক করেন। পরে জরিমানার ১ লাখ টাকা পরিশোধ করায় আটক তিনজনকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ছাড়া পাওয়া এ ৩ জন হলেন-চন্দনাইশ উপজেলার মো. দুলু মিয়ার ছেলে আয়ুব খান (২৫), মো. নাছিরের ছেলে মো. ইদ্রিস (২৪) ও হাশিমপুর এলাকার আবদুর রশিদের ছেলে মো. শহীদ (২৭)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় , পটিয়া পৌর সদরের বিসিক শিল্প নগরী এলাকায় চন্দনাইশের স্হানীয় ফরহাদুল ইসলাম প্রকাশ টিপু নামের একব্যক্তি দীর্ঘদিন ধরে গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস চুরি করে আসছিল। এর আগে পটিয়া বৈলতলী রোডের বাইপাস এলাকায় একই ব্যক্তির কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে রিফুলিং করার সময় বিস্ফোরিত হয়ে দুইজন প্রাণ হারান। এসময় আহত হয়েছেন আরো ৫জন। সে বরাবরের মতোই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গ্যাস চোর খ্যাত টিপু পটিয়া বিসিক শিল্প নগরী এলাকায় পুনরায় গ্যাস চুরি শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া সহকারী কমিশনার (ভুমি) মো. ইনামুল হাসান অভিযান চালিয়ে গ্যাস রিফুলিং এর সময় তিন চোরকে আটক করে।
স্থানীয়রা জানান, টিপুর বাড়ির চন্দনাইশ উপজেলায় হলেও সে পটিয়া সদরের বিভিন্ন এলাকায় কারখানা ভাড়া নিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস রিফুলিং করে (চুরি করে) বাজারজাত করছে। এ পর্যন্ত অনেকে হতাহত হয়েছে।
পটিয়া ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট মো. ইনামুল হাসান জানান, গ্যাস চুরির একটি কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস রিফুলিং হচ্ছে। যার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাতেনাতে তিন শ্রমিককে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে কারখানার কিছু মালামালও জব্দ করা হয়।