ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় ৫৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ৫৫ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা।

এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার ও একটি পিক-আপ ভ্যানও জব্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আজ শূক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় লোহাগাড়া থানায় সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে অভিযানের বিষয়টি জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।

এসময় ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও সদ্য চট্টগ্রাম রেঞ্জের সেরা মাদক উদ্ধারকারী অফিসারের সম্মাননাপ্রাপ্ত উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

.

অভিযানে গ্রেফতারকৃতরা হল- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদার পাড়ার হিন্দু বাড়ীর হারাধন চক্রবর্তীর ছেলে জনি চক্রবর্ত্তী (৩১) এবং কুমিল্লা জেলা সদরের কোতোয়ালী কাপতান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে মুহাম্মদ রাসেল (৩৬)।

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা জানান, টেকনাফ থেকে একটি সাদা রংয়ের প্রাইভেট কারযোগে (চট্ট-মেট্টো-গ-১২-৩৭৮৬) ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দিঘীর পাড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রাইভেট কারটিতে সিগন্যাল দিয়ে থামানো হয়।  এ সময় তল্লাশি চালানো হলে কারটির চালক জনি চক্রবর্তীর কাছে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এসময ইয়াবা পাচার কাজে ব্যবহার করা প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে অপর এক অভিযান চালিয়ে ওই স্থানে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাক (পিক-আপ) গাড়িতে তল্লাশীকালে চালক মো: রাসেলকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  পাচারকাজে ব্যবহার করা মিনি ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার এবং দুটি গাড়ী জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার অনুমান মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা। যার প্রতি পিস ৩শ’ টাকা করে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ পাঠক ডট নিউজকে জানান, করোনায় থেমে নেই ইয়াবা পাচার। প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পাচার হচ্ছে ইয়াবার বড় বড় চালান। আমাদের লোহাগাড়া থানা পুলিশের টিম প্রতিদিন মহাসড়কে দুরপাল্লার বাস, প্রাইভেট কার ও মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে হাজার হাজার ইয়াবার চালান উদ্ধার করছে এবং এসব পাচারকারীকে গ্রেফতার করছে।  মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আজ শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করার পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print