ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জেনারেল হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অবশেষে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হল সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালে স্থাপন করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন।

আজ শুক্রবার থেকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পাচ্ছেন রোগীরা। সরকারি অর্থায়ন ও  বেসরকারী শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের সহযোগিতায় এ সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানো হয়েছে বলে জানাগেছে।

হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসা সেবা চললেও সরকারের কোনো ‘সুনজর’ ছিল না। তবে সম্প্রতি করোনা পরিস্থিতির পর থেকে হাসপাতালের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যুক্ত করা হয়েছে ভেন্টিলেটরসহ ১০ শয্যার আইসিইউ। বৃহস্পতিবার প্ল্যান্টটির সম্পূর্ণ কাজ শেষ হয়। এরই মধ্যে অক্সিজেন সাপ্লাইও শুরু হয়েছে।

সুত্র জানায়, স্বাভাবিক সময়ে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন ধারণ ক্ষমতা সংবলিত প্ল্যান্টটি একবার পূর্ণ করলে ২-৩ সপ্তাহ নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা যাবে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বেশি থাকায় এক সপ্তাহ বা তারও কম সময় ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে ৬ হাজার লিটার তরল অক্সিজেন দিয়ে চালু করা হয়েছে প্ল্যান্টটি। যা দিয়ে আগামী ৪-৫ দিন চলবে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১৩ হাজার লিটার ধারণ ক্ষমতার এ প্ল্যান্ট থেকে হাসপাতালে ১৮০টি লাইন নেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ জুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই প্ল্যান্ট নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। কার্যাদেশে উল্লেখ করা হয়, ১০ হাজার লিটার অক্সিজেন সাপ্লাইয়ের উপযুক্ত প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। তবে প্ল্যান্টের সক্ষমতা অবশ্যই ২০ হাজার লিটারের হতে হবে যাতে প্রয়োজন অনুযায়ী আরও বেশি অক্সিজেন উৎপাদন করা যায়।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print