
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ওমেন কলেজ মোড় এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে চারজন নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ভিকটিমের পরিবারের মামলার সূত্র ধরে রোববার (৯ আগস্ট) খুলশীসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ওমেন কলেজ মোড় এলাকার লায়ন্স চক্ষু হাসপাতাল গলিতে লাগজারি বিউটি পার্লারের মালিক রহিমা আক্তার প্রকাশ ডলি (৪০) রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী করে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, এক কিশোরীকে চাকরি দেওয়ার কথা বলেন জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করে। গ্রেফতারকৃত রহিমা আক্তার প্রকাশ ডলি লাগজারি নামের একটি বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল বলে তিনি জানান।