
চট্টগ্রাম নগরীরপাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে
রোববার (৬ ডিসেম্বর) রাতে কথাকাটাকাটির জের ধরে এ হত্যা কান্ড ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম পাঠক ডট নিউজকে বলেন, বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মাহাবুবকে ছুরিকাঘাত করে খুন করা হয়। এই বিষয়ে মামলা হয়েছে আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।