ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাই ইকোনমিক জোনে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে: মন্ত্রী তাজুল ইসলাম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নত দেশ হিসাবে গড়ার স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু। সে স্বপ্ন এখন বাস্তবায়ন করছেন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি তার সহকর্মী হিসেবে আছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ সব সেক্টরে উন্নত হয়েছে। এ ধারা অব্যাহত রেখে ৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব।

তিনি শনিবার (২ জানুয়ারি) চট্টগ্রামে রেডিসন ব্লু’র মেজবান হলে এলইডি বাল্ব বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

তিনি বলেন-‘বাংলাদেশের উন্নয়ন করতে হলে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দর না থাকলে বাংলাদেশ এত ভাগ্যবান হতো না। অনেক দেশ আছে যাদের বন্দর থাকলেও আমাদের দেশের মতো তারা তেমন গুরুত্বপূর্ণ নয়।’

৩০ লাখ লোকের কর্মসংস্থান নিশ্চিত প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের নালা নর্দমা খাল বিল যদি পরিষ্কার না-হয় তাহলে তো হবে না, এগুলো পরিষ্কার করতে হবে। ওয়াক ওয়ে পরিষ্কার থাকবে, মানুষও শ্বাস নিতে পারবে। বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। মীরসরাই ইকোনমিক জোন হবে, ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে। এসব কার্যকরী করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে।

চীন সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে ১৩ লাখ বাল্ব বিতরণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন- চট্টগ্রাম বন্দর হয়ে এ বাল্ব বাংলাদেশে আসার কারণে চট্টগ্রাম থেকেই সারাদেশে বিতরণ করা হবে বলে জানিয়েছেন ।

মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা চীন সরকারের কাছে কৃতজ্ঞ তাদের এ বন্ধুভাবাপন্ন আচরণের জন্য। চীন সরকার পুরো বাংলাদেশের জন্য ১৩ লাখ বাল্ব দিয়েছে। আমরা চাই সারা বাংলাদেশ একইভাবে আলোকিত হোক। আমি চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী সব জায়গাকে সমান মূল্যায়ন করি। কিন্তু এ বাল্বগুলো চট্টগ্রাম দিয়ে এসেছে বলে আমরাই চট্টগ্রামে এসে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলাম। এখান থেকেই সারাদেশে ডিস্ট্রিবিশন লিস্ট অনুযায়ী বাল্ব যাবে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শাকিলা ফারজানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক মিজানুর রহমান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print