
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। আজ রবিবার (৩ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১০টায় ভাটিয়ারী বিএমএর কাছে ভাটিয়ারী ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া টাইম বাজার এলাকার বাসিন্দ আরাফাত (২২), পিতা মোহাম্মদ ইদ্রিস, সুরত আলম (২৩) পিতা মৃত কালো মিয়া। হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার এস আই রুহুল আমিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা যায়, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক কুমিল্লা বেড়াতে যায়। ফেরার পথে ভাটিয়ারীতে ওই নির্জন স্থানে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এসময় মোটর সাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ও ফৌজদারহাট ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে।
এ ব্যাপারে এস আই রুহুল আমিন বলেন, কুমিল্লা থেকে মোটর সাইকেল পালস্ যোগে কক্সবাজারের উদ্যেশ্যে যাওয়ার পথে ভাটিয়ারীতে দুর্ঘটনায় পতিত হয়। তাদেরকে কোন গাড়ি চাপা দিয়েছে তা জানা যায়নি। আমরা লাশ দুইটি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।