
শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যা ঘোষণায় আনা একটি কাপড়ের চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। চালানটির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার শুল্কফাঁকির চেষ্টা হয়েছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা।
গতকাল বুধবার (০৬ জানুয়ারি) রাত ১১টার দিকে আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ প্রগতি কার্গো সার্ভিসের প্রতিনিধি গোপনে কনটেইনার খুলে পণ্য ট্রাকে লোড করা অবস্থায় কাস্টমস কর্মকর্তারা পণ্য চালানটি আটক করেন।

শুল্ক গোয়েন্দারা জানায়, চীন থেকে ৪০ ফুট দীর্ঘ ২টি কনটেইনারে ৪১ হাজার ১২০ কেজি কাঁচা তুলা (শুল্কমুক্ত) ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের সোফার কাপড় আমদানি করে নগরীর জুবিলি রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ।
চট্টগ্রাম বন্দরে চালানটি কাস্টম প্রক্রিয়া সম্পন্ন করে খালাস জন্য ডেলিভারির জন্য এসহাক ব্রাদার্স কনটেইনার ডিপোতে নিয়ে যায়। এ চালানের বিল অব এন্ট্রি নম্বর (সি-১৫০২০), তারিখ ৪ জানুয়ারি ২০২১।
কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানান, গোপন খবরের ভিক্তিতে কাস্টমস কর্মকর্তারা চালানটিতে শূন্য শুল্কের কাঁচা তুলার পরিবর্তে উচ্চ শুল্কের (৮৯ শতাংশ) সোফা ফেব্রিকস পাওয়া যায়। প্রাথমিক তথ্যমতে, আমদানিকারক মিথ্যা ঘোষণার ফলে অনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল। এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিং আইনে মামলা এবং সিঅ্যান্ডএফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।