
চট্টগ্রাম মহানগরীর হাজারী গলির ওরিয়েন্ট টাওয়ারের মালিক এসএম আহমেদ হোসেনকে (৫০) প্রতারণা ও জাল-জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টেরিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নেজাম উদ্দীন বলেেছন, প্রতারণার অভিযােগ এসএম আহমেদ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘আবদুস সবুর নামের এক ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এই ঘটনায় আবদুস সবুর আদালতে একটি প্রতারণা ও জালিয়াতির মামলা করেন।
গতকাল মঙ্গলবার আদালত থেকে একটি ওয়ারেন্ট পাঠানো হয়। ওই ওয়ারেন্টের ভিত্তিতে আজ বুধবার সকালে টেরিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।’