
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার এলাকায় বালুবাহি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত পৌনে ১১টায় বাকলিয়ার রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। আহত নিহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে।
নিহত ৩ জন হলেন সিএনজি অটোরিক্সা চালক মো. অহিদ মিয়া (৫৩) যাত্রী মোহাম্মদ আব্দুল মান্নান (৪১) ও মোহাম্মদ শহীদ মাঝি (৬২)।
বাকলিয়া থানার ওসি (তদন্ত) মো. মঈনুদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আহত নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।