
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হল, জামাল হোসেন (৩০), মো. মানিক (২৪) ও মো. মনির হোসেন (২০)।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অলক বিশ্বাস বলেন, ধর্ষণের শিকার নারীর দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।
এরআগে, গত শুক্রবার রাতে কাস্টম ব্রিজ এলাকায় ধর্ষণের শিকার হয় মামলার বাদী গার্মেন্টস কর্মী।