
চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালীন সময়ে সাগরিকা স্টেডিয়াম এলাকা থেকে গ্রেপ্তার হওয়া তিন ভারতীয় জুয়াড়িকে তিন দিন করে রিমান্ডে পাঠিনোর আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, তিন জুয়াড়িকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন কররা হয়েছিল। আদালতে শুনানী শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে গত শনিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে ভারতীয় নাগরিক সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২) জুয়া খেলার সামগ্রী জিটিটাল ডিভাইসসহ আটক করে এনএসআই সদস্যরা।