
চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়ির পাশের পুকুরপাড় থেকে আব্দুস সামাদ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ইছামতিকুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুস সামাদ সিলেটের জকিগঞ্জ থানার দক্ষিণ বিপক এলাকার মৃত কায়সারের ছেলে। তিনি সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল ৮ নম্বর ওয়ার্ডে আক্তার কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্বজনরা জানান, আব্দুস সামাদ ২০১৩ সালে চাচা মো. ছায়াদ আহমদের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতে সাতকানিয়ায় আসেন। বুধবার কাজ করার সময় চোখে রডের গুঁড়া পড়ায় আর কাজে যাননি। গত বৃহস্পতিবার রাতেও তাকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়।
পরে রাতে বাসায় না ফিরলে তাকে কল দিয়ে পাওয়া যায়নি। শুক্রবার ইছামতিকুল জাফর আহমদের বাড়ির পাশে পুকুরপাড়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেলে চাচা ছায়াদ আহমদসহ স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সাতকানিয়া থানার এসআই জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি আত্মহত্যা করেছে।