
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও মোটর শোভাযাত্রা করার অপরাধে নারী কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান সোনিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম এ জরিমানা করেন।
এদিকে উৎসবমুখর প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ (শুক্রবার)। শুক্রবার রাত ৮টার পর বন্ধ হয়ে গেছে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। প্রচার-প্রচারণা শুরু হয় গত ২৭ জানুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে পৌরসভার ৯টি ওয়ার্ডে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পৌরসভায় ভোট হবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোভাযাত্রা বের করায় এক নারী কাউন্সিলরকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে শতাধিক মোটরযান নিয়ে শোভাযাত্রা করেন পৌরসভা ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান সোনিয়া।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কার্যালয়ে ৭টি অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।