
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকায় ডুবে গেছে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা। এতে একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের লিডার শাফাতে হোসেন পাঠক ডট নিউজকে বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে ডুবুরি দল পাঠিয়েছি। তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত একজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধরানা করছি। এখনো অভিযান অব্যাহত রয়েছে।