
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে ফের বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আল্টিমেটাম দিয়ে এই সব কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
একই দাবীতে এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে নিজের কর্মী সমর্থকদের সাথে নিয়ে অবস্থান ধর্মঘটন পালন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা। পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে হরতাল ঘোষণা দেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।