
মহান ২১ ফেব্রয়ারী ও আন্তর্জাতিক ভাষা দিবস আজ। দিবসটি যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে সারাদেশের ন্যায় চট্টগ্রামে। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা ও ভাষা শহীদদের স্মরণ করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ।
নগরীতে ২১ এর প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রথম জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর পরেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ।

এরপর পর্যায়ক্রমে ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক স্বাস্থ্য, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে রাত থেকে শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হচ্ছে।
এ উপলক্ষে গতকাল বিকেল থেকে শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী।