
চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। আজ রোববার দুপুর ও বিকালে নগরীর পাহাড়তলী ও কর্ণফুলী উপজেলার শিকলবাহায় পৃথক এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম আগ্রাবাদ ফাসার সার্ভিস সূত্রে জানা যায়, আজ দুপুরে নগরীর পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকার বৈদ্যুতিক শর্টসার্কিটের সৃষ্টি আগুনে পুড়ে যায় ৮টি বসত ঘর। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
অন্যদিকে বিকাল ৩ টার কর্নফুলী উপজেলার শিকলবাহার ৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে পুড়ে যায় ৯টি বসত ঘর। আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে