
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীাবাহী লেগুনা দুর্ঘটনায় কবলিত হয়ে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাদামতল এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-রুবেল হোসেন (২৮), রেজাউল (১৮), সজীব (২২), জাবেদ (২২), মহিউদ্দিন (২৬), জাহিদ (২২), রিপন (২২), আবির (১৭), বাবলু (২৩), আকাশ (২২), আসিফ (১৮), মেহেদি (২৬), মিনহাজকে (২৬)।
আহতরা সবাই স্থানীয় ফুটবল টিমের সদস্য। একটি ফুটবল টুর্ণোমেন্ট অংশ নিতে যাওয়ার সময তাদের বহনকারী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুছড়ে যায়।
হাইওয়ে পুলিশ জানায়, ‘আজগর এক্সপ্রেস’ নামের একটি লেগুনা গাড়িতে চড়ে তরুণ খেলোয়াড়রা খেলতে যাচ্ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় গাড়িটি।
স্থানীয় লোকজন ও পথচারীরা প্রাথমিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার এস আই আবুল হাসনাত জানান- দুর্ঘটনার খবর পেয়ে একটি অ্যাম্বুল্যান্সসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে