
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার মারসা পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,ছানোয়ারা (৩০) ও রিনা (২০)।
দোহাজারী হাইওয়ে পুলিশের এএসআই আদম আলী বলেন, মারসা পরিবহণের চট্টগ্রামমুখি একটি বাসের সঙ্গে বিপরীতমুখি পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে