
মোবাইল ফোন নিয়ে বড় বোনের সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে ইমন হোসেন (১২) নামের এক কিশোর। আজ শুক্রবার (৫ মার্চ) ভোরে ডবলমুরিং থানার রশিদ বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত ইমন হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিন খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, রাত জেগে মোবাইল ব্যবহার করতে দেখায় ওই কিশোরের বড় বোন মোবাইল কেড়ে নেয়। এনিয়ে ইমনের সাথে বড়বোনের ঝগড়া হয়। পরে ভোর চারটার দিকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে। সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, মোবাইল নিয়ে ঝগড়ার জেরে সম্ভবত রাগ করে সে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খবর পেয়ে আজ সকাল ৭টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম কলেজ কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।