
শুক্রবার চট্টগ্রামে ১ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষায় ৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৪৮৮ জন।নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৮২ জন এবং উপজেলায় ১০ জন।
শনিবার (৬ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ৪ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪২টি নমুনা পরীক্ষায় ১১ জন রোগী শনাক্ত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৬টি নমুনা পরীক্ষায় ৩৬ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ২ জন শনাক্ত হয়।
করা হয়।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯টি নমুনা পরীক্ষা করে ৯ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।