ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার নগরীর থেকে নিখোঁজ আনোয়ারার বোরহান!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর রেয়াজুদিন বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন আনোয়ারার বাসিন্দা বোরহান উদ্দিন (৪০)।  বৃহস্পতিবার রাত ৮টা থেকে তাঁর খোঁজ মিলছেনা। বোরহান আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়ার মোজাফ্ফর আহমদের পুত্র। তবে, তিনি দীর্ঘদিন ধরে মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে আনোয়ারা উপজেলার পশ্চিমচাল কবির মেম্বার দোকান এলাকার ভাড়া বাসায় থাকছেন।

বোরহান নিখোঁজের বিষয়ে আজ শনিবার দুপুরে সিএমপির কোতোয়ালী থানায় জিডি করেন তাঁর স্ত্রী রোকসানা আক্তার।

এদিকে একই দিন থেকে নিখোঁজ রয়েছেন ট্রাভেল ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ মাসুদ হোসাইন (৪২)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটের দিকে শেভরণ হাসপাতালে ডাক্তার দেখিয়ে বেরিয়ে যান। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহ্নত ৩টি মোবাইল ফোন বন্ধ রয়েছে। পুলিশ ৩ দিনেও দুই জনের কোন সন্ধ্যান দিতে পারেনি।

আরও খবর: চট্টগ্রামে দুইদিন ধরে নিখোঁজ ট্রাভেল ব্যবসায়ী মাসুদ হোসাইন

কোতোয়ালী থানার জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার সময় আনোয়ারা উপজেলার পশ্চিমচাল কবির মেম্বার দোকান এলাকার ভাড়া বাসা থেকে বের হন বোরহান। রাত আটটায় সময় ফোন করে জানান রেয়াজুদিন বাজার থেকে বাজার করে আসবেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সর্বশেষ শুক্রবার রাত ২ টার সময় বোরহানের মোবাইল থেকে ‘আমি বাইরে আছি, পরে কথা হবে’ এরকম ক্ষুদেবার্তা আসে। কিন্তু এরপর আবারো বন্ধ হয়ে যায় বোরহানের মোবাইল ফোন।

এ ব্যাপারে জানতে চাইলে কোতেয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, বোরহান মূলত নিখোঁজ হয়েছেন বহদ্দার হাট থেকে। তার মোবাইলের সর্বশেষ লোকেশান দেখাচ্ছে বহদ্দারহাট। তারপরও পরিবারের দাবী অনুযায়ী আমরা জিডি গ্রহণ করেছি।  এখন তার ফোনের লেকেশান শনাক্ত করা হচ্ছে ঢাকায়। আমরা চেষ্টা করছি তাকে খুঁজে পাওয়ার।

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, বোরহান একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন। পরে যুক্ত হন বৈদেশিক বাণিজ্যের সাথে। তবে স্বাধীনতা ও আওয়ামীলীগ বিরোধীদের বিরুদ্ধে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব ছিলেন,  লেখালেখি করতেন।

জানতে চাইলে বোরহানের আত্মীয় আবু জাফর চৌধুরী মিজান বলেন, আমরা দুপুরে কোতোয়ালী থানায় জিডি করেছি। আমরা বোরহানকে ফেরত চাই।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print