
নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ১টি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা বান্ডেল রোডস্থ মা ভবনের সামনে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালীর ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বদরপাতি এলাকার খাদেম বাড়ীর মৃত সৈয়দ প্রকাশ মো. জামাল ফকিরের ছেলে, সৈয়দ মো. তুহিন (৩৪) ও টেরিবাজার বদর উদ্দিন মার্কেটের নাসিম আহম্মেদের ছেলে তৌসিফ আহম্মেদ (২৫)।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গতকাল শনিবার রাতে কোতোয়ালীর পাথরঘাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুহিন ও তৌসিফ নামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ দুই ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সৈয়দ মো. তুহিনের দেহ তল্লাশি করে কোমরে গুজানো অবস্থায় ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও প্যান্টের পকেট থেকে ৫’শ পিস ইয়াবা জব্দ করা হয়। অন্যজন তৌসিফ আহম্মেদের প্যান্টের পকেটে ১০৫ পিস ইয়াবাসহ মোট ৬০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কার (নং- চট্টমেট্রো-ক-০২-০৯৫৭) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। আসামি তুহিন ও তৌসিফের বিরুদ্ধে অস্ত্র, মাদক ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে। অপর দুইজন পলাতক আসামি মো. মোস্তফা (৩৫) ও মো. জাকিরকে (৩৫) গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।