
নগরীর আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে মো. হাশেম খান নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) রাতে মো.সোহাগ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী জরিনা খাতুন বাদি হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডবলমুরিং থানায় ওসি মোহাম্মদ মহসি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার প্রধান আসামী মো.সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
এরআগে, গতকাল দুপুরে আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যদের সাইকেল র্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সাউন্ডবক্সের মেকানিক হাশেম খান ছুরিকাঘাতে নিহত হন।