
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ করেছে কয়েকটি ইসলামী সমমনা দল। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের উত্তরগেটে বিক্ষোভ করেন তারা।
এসময় মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে স্লোগান দেন। যে কোনো মূল্যে তার আগমন প্রতিহত করার ঘোষণাও দেন তারা।
আন্দোলনকারীদের দাবির, নরেন্দ্র মোদি একজন সাম্প্রদায়িক লোক। তার ভিতরে কোন মনুষ্যত্ব নাই। বাংলাদেশের সীমান্তে যে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তার জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদি।
তারা জানান, নরেন্দ্র মোদি বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, সে মুসলমানদের অন্তরে আঘাত করেছে। এমন সাম্প্রদায়িক লোকের জায়গা বাংলাদেশি হবে না।
এসময় আন্দোলনরতরা মোদি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা বলেন, মোদির দুই গালে জুতা মারো তালে তালে, মোদির চামড়া তুলে নেব আমরা। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান।
এদিকে জুমার নামাজের আগ থেকে পল্টনমোড়ে ও দৈনিক বাংলা মোড়ে কড়া পাহারা বসায় পুলিশ। চারদিক থেকে যান ও জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে। সমাবেশে মাওলানা আব্দুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।
আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন নরেন্দ্র মোদি। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে।