
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে পুলিশের গুলিতের হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী নিহতের প্রতিবাদে ডাকা দেশব্যাপী হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে।আজ রোববার (২৮ মার্চ) সকাল থেকে নগরীতে যানচলাচল অন্য দিনের তুলনায় কম। সড়কে কিছু গলপরিবহন চলাচল করলেও ব্যক্তি গাড়ী তেমন দেখা যায়নি। নগরীতে স্বল্প পরিসরে খুলেছে দোকান পাট।
এদিকে হরতালকে কেন্দ্র করে যে কোন ধরণের অপ্রিতিকর পরিস্থিতি মোকাবলিায় নগরীতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। নগরীতে টহল দিচ্ছে পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা।
এছাড়া হাটহাজারী এলাকায় কওমী মাদরাসার ছাত্ররা রেললাইনের স্লিপার তুলে ফেলায় নাজিরহাট-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, হরতালে যে কোন ধরণের নাশকতা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
এদিকে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও পিকেটিং করেছেন মাদ্রাসা ছাত্ররা।এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে হরতাল বিরোধী মিছিল করেছে সরকার দলীয় নেতাকর্মীরা।