
রাজধানীর মোহাম্মদপুরে জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা আনিসুর রহমানসহ স্থানীয়রা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় যাওয়ার চেষ্টা করলে প্রথমে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তাদেরকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। পরে পুলিশও এসে যোগ দেয়।
উল্লেখ্য, সকাল থেকে মোহাম্মদপুর ও বসিলা এলাকায় মূল সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে কয়েকশ’ মাদ্রাসার ছাত্র-শিক্ষক অংশ নেয়।
এ সময় বসিলা ব্রিজ থেকে শুরু করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।