
চট্টগ্রামের চন্দনাইশে অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্র, বাড়ির তৈজসপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বরকল ইউনিয়নে গাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলো—মুজিবুর রহমান, লবিস খাতুন, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মনসুর, কুনছুম আকতার, আবু বক্কর।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাতে বাড়ির লোকজন ঘুমাচ্ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাড়িতে আগুন দেখে ঘুম ভাঙে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি কেউ।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম খাঁন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের যাবতীয় পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনিও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি। তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।