
গতকাল ২৮ মার্চ রবিবার পাঠক ডট নিউজে প্রকাশিত “চট্টগ্রাম সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টাকালে ভুয়া সাংবাদিক কবির গ্রেফতার” শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন আহমদ কবির। রবিবার রাতে প্রেরিত প্রতিবাদপত্রে তিনি দাবী নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ভুলক্রমে সেনা নিয়ন্ত্রিত ভাটিয়ারী রিং রোড় দিয়ে প্রবেশের কারণে সেনা নিবাস কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া বিষয়কে কতিপয় ব্যাক্তি অন্য রূপ দিয়ে সংবাদপত্রে মিথ্যা তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমি প্রকাশিত এ খবরের তীব্র প্রতিবাদ করছি।
তিনি বলেন-গত ২৬-০৩-২০২১ ইং তারিখে চট্টগ্রাম সেনানিবাসে বড় দিঘীরপাড় হয়ে সেনাবাহিনীর লিংক রোড দিয়ে আমি ঢাকা ট্রাংক রোড হয়ে পতেঙ্গা যাচ্ছিলাম। ভাটিয়ারী মিলিটারি গেইট পর্যন্ত গেলে মিলিটারি চেকপোস্টে ২ জন মিলিটারি পুলিশ আমাকে গাড়ি থামাতে বলে আমাকে তাদের অফিসে যেতে অনুরোধ করলে আমি অফিসে গিয়ে সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন প্রসাসনিক কর্মকর্তার সাথে কথা হয় এক পর্যায়ে ইনারা বলেন আপনি অবৈধ অনুপ্রবেশ করেছেন আপনাকে থানায় সৌপর্দ করা হলো। মহানগরের আইনে ৮৬ ধারায় অপরাধ করায় একই আইনে ১০৩ ধারায় গ্রেফতার দেখিয়ে পার্শবর্তি বায়োজিদ থানার মাধ্যমে কোর্ট থেকে জামিন নিতে বলেন।
পরদিন ২৭-০৩-২০২১ ইং তারিখে মহানগরের অতিরিক্ত আদালত হইতে ৫০০ টাকা জরিমানা প্রদানের মাধ্যমে মামলা হতে জামিন প্রাপ্ত ও অব্যাহতি পাই।
এই বিষয়টি নিয়েবিভিন্ন নিউজ পোর্টাল বিষয়টিকে ভিক্তিহীন ও মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে একটি ভুয়া সংবাদ প্রকাশ করে।
এই মিথ্যা সংবাদে উল্লেখ করেন আমার ব্যাক্তিগত ব্যবহৃত গাড়িতে একটি টিভি চ্যানেলের লোগো ছিল তা সম্পুর্ন মিথ্যা। আমার নিজস্ব মালিকানার দৈনিক অর্থনীতি লোগো গাড়িতে সে সময় লাগানো ছিল।
প্রকাশিত সংবাদে আরো লিখেছে আমি এশিয়ান টেলিভিশনে কখনো ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলাম না কিন্তু আমিেএশিয়ান টেলিভিনের ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলাম। ১৫-১০-২০১৫ ইং তারিখে প্রতিষ্ঠানের সিওনাছির উদ্দিন আমার হাতে দায়িত্ব দেন। তখন চট্টগ্রাম লালখান বাজার সানি টাওয়ারের ৩ য় তলায় এশিয়ান টেলিভিশনের ব্যুরো অফিস ছিল। তাছাড়া প্রকাশিত সংবাদে আমি সেনা কর্মকর্তা পরিচয় দেয়া বিষয়টিও মিথ্যা।