
তিনদিন পর অবশেষে চালু হয়েছে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল। আজ রবিবার রাত ১০টার পর যানবাহন চলাচল শুরু করেছে।
এর আগে হেফাজতে ইসলাম সমর্থিত হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা অবরোধ তুলে নিয়ে মাদ্রসায় ফিরে যায়। পরে হাটহাজারীর ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে প্রশাসন সড়কের উপর ইট দিয়ে তৈরী করা প্রাচীর ভেঙ্গে সরিয়ে নেয় এবং খুঁড়ে ফেলা সড়ক পুনঃ মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ঘটনাস্থল থেকে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
জানাগেছে হেফাজত নেতৃবৃন্দের সাথে প্রশাসনের দফায় দফা বৈঠকে ফলপ্রসূ সিদ্ধান্তের প্রেক্ষিতে মাদ্রাসারা ছাত্ররা রাতে অবরোধ তুলে ফেলে।
এ ব্যাপারে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী বলেন, গত ৩ দিন ধরে আমাদের সাথে প্রশাসনের কয়েক দফা বৈঠকে প্রশাসন আমাদের দাবী মেনে নেয়ার আশ্বাস দেয়ার প্রেক্ষিতে হরতাল শেষে রাতে মাদ্রাসার ছাত্ররা অবরোধ তুলে নিয়েছে। এরপরপরই যানবাহন চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৬ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদে মুসল্লিদের উপর আওয়ামী লগি ও পুলিশের হামলা গুলি বর্ষণ করার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের মাদ্রাসা থেকে বয়েক হাজার মাদ্রাসা শিক্ষার্থী ওই সড়কে নেমে বিক্ষোভ করে এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে তারা হাটহাজারী থানা, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা ডাক বাংলো আক্রমণ করে ভাঙচুর চালায়। এসময় পুলিশের গুলিতে ৪ জন নিহত কয়েকজন আহত হয়। এরপর থেকে কয়েকশ মাদ্রাসার শিক্ষার্থী শুক্রবার দুপুর থেকে টানা ৩ দিন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে।