
পর্যটন নগরী কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে বিশাল আকারের মৃত একটি তিমি মাছ। করোনা লকডাউনের কারণে জনমানবহীন সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে আসা তিমিটির মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয় লোকজন আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় এটি দেখে মৎস ও পরিবেশ অধিদপ্তরে খবর দিয়েছে।
তিমিটি এখনও সাগরতীরে পড়ে আছে। ইতোমধ্যে সেটা দেখতে ভীড় করছে লোকজন।

স্থানীয় বাসিন্দা আকবর হোসেন জানান, ‘লোকমুখে শুনে আমি সৈকতে গিয়ে দেখলাম মৃত তিমিটি পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। এর গায়ের রং লালচে হয়ে গেছে। সম্ভবত কয়েকদিন আগে তিমিটি মারা গেছে।’
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘মৃত তিমির খবর পেয়েছি। ঘটনাস্থলে বনবিভাগের একটি টিম পাঠিয়েছি। আমি নিজেও সেখানে যাচ্ছি।’
ভিডিও-