
বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মীর শাফিন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, হেফাজতের কর্মীরা মিছিল করার জন্যে হাসপাতাল মোড়ে জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় হেফাজতকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীরসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি কাজী গোলাম কবীর বলেন, ‘হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদের শহরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা শহরের হাসপাতাল মোড়ে জড়ো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।’