
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছ।রোববার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ভ্যান ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-পিকআপ ভ্যানচালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)।
মিরসরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক ও হেলপার নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।