
করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল ১লা জুলাই থেকে ৭ই জুলাই পর্যন্ত সারাদেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আজ বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধ আরোপ করা হয়। বিধিনিষেধে বলা হয়েছে, বন্ধ থাকবে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, সব ধরনের যন্ত্র চালিত গণপরিবহন, শপিংমল, মার্কেট ও দোকানপাট, সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র। আর খোলা থাকবে জরুরি পরিষেবা, গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), গার্মেন্ট কারখানা ও ব্যাংকিং সেবা ও আন্তর্জাতিক ফ্লাইট। প্রয়োজন ছাড়া কোনভাবে বাড়ির বাইরে যাওয়া যাবে না। প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি প্রদান করা হবে। বিধিনিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি।
