
সীতাকুণ্ডের সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিক এর গার্ড কৃর্তক কভার্ডভ্যানের চালককে মারধরের জের ধরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে চালক-হেলপাররা। এঘটনায় মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। এসময় মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ী আটকা পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

পরিবহন শ্রমিকরা জানান, বিকেল ৫টার দিকে কেডিএস লজিস্টিকে গাড়ি প্রবেশ নিয়ে কার্ভাডভ্যান চালক শাহাদাতকে মারধর করে কারখানার সিকিউরিটি গার্ড। এ ঘটনার জেরে চালক-হেলপাররা মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে অবরোধ তৈরী করে। এসময় হাজার হাজার চালক হেলপাররা সিকিউরিটি গার্ডের বিচার চেয়ে বিক্ষোভ করে।
কাভার্ডভ্যান চালক কামাল পাঠক ডট নিউজকে বলেন, কেডিএস লজিস্টিকের শত শত গাড়ি রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে, ভিতরে পার্কিং করার পযাপ্ত জায়গা তাদের নেই। অন্যদিকে সড়কে গাড়ি রাখলে হাইওয়ে পুলিশ এসে মামলা দেয়, গাড়ি নিয়ে যায়। এছাড়া কেডিএস লজিস্টিকের দাড়োয়ানরা প্রায় সময় চালক ও হেলপারদের মারধর করে।
এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সীতাকুণ্ড মডেল থানার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক, ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম শফিক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনচার্জ জহির।
পরে চালক হেলপার, কেডিএস কৃর্তপক্ষ এবং প্রশাসনের ত্রিপক্ষীয় আলোচনার পর চালকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ পাঠক ডট নিউজকে বলেন, চালকদের সাথে কেডিএস এর গার্ডদের সাথে মারধরের ঘটনায় চালকরা মহাসড়কে ব্যারিকেড দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়ের সাথে আলোচনা করে মিমাংসা করার চেষ্টা করি।