
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার ফটিকছড়িতে নিখোঁজের তিন দিন পর আবদুচ ছালাম (৫০) নামের এক ওমান প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার দাঁতমারা ইউপির বড়বেতুয়া গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বড় বেতুয়া দাওয়াতের টিলার শেখ আহমদের পুত্র।
স্থানীয়রা জানায়,প্রবাসী আবদুচ ছালাম দুই মাস আগে ওমান থেকে দেশে আসেন। করোনার কারণে পুনরায় ওমান যেতে না পারায় সংসার চালাতে গিয়ে বেশ ঋনের দায়গ্রস্থ হয়ে পড়েন তিনি। এ নিয়ে অতিরিক্ত মানসিক চিন্তায় গত বেশ কিছু দিন ধরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম জানান,গত তিন দিন আগে রাতে মায়ের পাশে ঘুমাতে যান ছালাম। রাতের কোন এক সময় তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন দিকে খোঁজ করেও তাঁর হদিস পায়নি। তবে এ বিষয়ে থানায় কোন জিডিও করেনি তাঁর পরিবার।
এদিকে আজ সকালে বাড়ীর অদুরে খালের পারে তার গলিত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করলেও মৃত্যুর কারণ জানা যায়নি।
লাশ উদ্ধার করতে যাওয়া ভুজপুর থানার এস আই রাশেদ, বলেন,আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি।তার আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা গেছে সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত তিন দিন নিখোঁজ ছিলেন।