ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভিসা ফি দিয়েই বাংলাদেশে আসতে হবে ভারতীয়দের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের ভিসা প্রসেসিং ফি চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে সেই ভিসা প্রসেসিং ফি কত হবে, তা এখনও চুড়ান্ত হয়নি। যদিও ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, চেন্নাই ডেপুটি হাই কমিশন এবং আগরতলা, গুয়াহাটি, মুম্বাই অ্যাসিস্টেন্ট হাই কমিশন থেকে ভিসা দেওয়া হবে আগের পদ্ধতিতেই। অর্থাৎ এ ক্ষেত্রে কোনও ভিসা ফি বা আউট সোর্সিং কার্যকর করা হচ্ছে না।

শনিবার ভারতের দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের বরাতে পত্রিকাটি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, কলকাতার বাংলাদেশ উপ-দুতাবাস থেকে ভিসা দেওয়ার বিষয়টি আউট সোর্সিংয়ের মাধ্যমে করা হবে। অর্থ্যাৎ সরাসরি আর কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে গিয়ে কেউ ভিসার আবেদন করতে পারবেন না। তাদের নির্ধারিত আউট সোর্সিং সংস্থার মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য ‘প্রসেসিং ফি’ ধার্য করা হবে।

পত্রিকাটিকে এ প্রসঙ্গে বাংলাদেশ উপ দূতাবাসের ডিপ্লোম্যাটিক উইংয়ের এককর্মকর্তা জানান, ‘সবে সিদ্ধান্ত হয়েছে। কোভিড পরিস্থিতিতে প্রক্রিয়াটি কার্যকর করতে কিছু সময় লাগবে। পশ্চিমবঙ্গ থেকেই বেশি মানুষ বাংলাদেশে যান। প্রক্রিয়াটি কেমন কার্যকর হচ্ছে, তা দেখে পরবর্তীতে ভারতের অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভারতে আসার ভিসা পেতে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ভিসা প্রসেসিং ফি নেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রেও একই পথ নেওয়া হল।

কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের কনস্যুলার উইংয়ের কাউন্সিলর বসির উদ্দিন জানিয়েছেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি পর্যটক যান পশ্চিমবঙ্গ থেকে। ফি নেওয়া হলে পর্যটক কমে যেতে পারে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ভিসা ফি ফ্রি করেছিলেন। এই নিয়মের ফলে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের দূরত্ব বাড়বে।’

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print