
লকডাউনে দোকান খোলা রাখায় বাবার বয়সী এক চা দোকানীকে কান ধরিয়ে শাস্তি দিচ্ছেন দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। এ ঘটনার একটি ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে।
আজ রবিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার স্থানীয় তালতলা এলাকায় এ ঘটনা।
জানাগেছে, কঠোর লকডাউনের নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় দাগনভূঞার বিভিন্ন এলাকায় দোকানীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। এক পর্যায়ে স্থানীয় তালতলা এলাকায় এক চা দোকানীকে দোকান খোলা রাখার জন্য জরিমানা করেন তিনি। এর পরও বৃদ্ধ এ দোকানীকে কান ধরিয়ে শাস্তি দেন। এ সময় স্থানীরা এ ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বির্তকের সৃষ্টি হয়। এ ছবি দেখে এসি ল্যান্যের কাণ্ডে সবাই ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে রাতে গাজালা পারভীন রুহির কাছে ফোন জানতে চাইলে তিনি পাঠক ডট নিউজকে বলেন, অভিযান পরিচালনাকালে তালতলা এলাকায় চায়ের দোকান খোলা দেখে ভ্রাম্যমান আদালত দোকানীর কাছে কেন দোকান খোলা রেখেছে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। তাই ওনাকে ফাইন করা হয়েছে। তার মুখে মাস্কও ছিল না। উনাকে কান ধরানো হয়নি। আমি কেন কান ধরাতে যাবো..? তিনি মাস্ক পরার সময় কে বা কারা এ ছবি তুলে ফেসবুকে ছেড়েছে।
এর আগে ২০২০ সালের ১৭ মার্চ যশোরের মনিরামপুরে ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের ভ্রাম্যমাণ আদালত তিনজন বৃদ্ধ মাস্ক না পরার অপরাধে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে ওই চিত্র তার মোবাইলে ধারণ করেন। রাতে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সামলোচনার ঝড় ওঠে। পরে ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানকে প্রত্যাহার করে নেয় জনপ্রশাসন বিভাগ।